লেখার সময়: ১৯ জুলাই ২০২৪
পাখির ডানায় রক্তবমির গন্ধ,
পশ্চিম ইশ্বরের উত্তপ্ত নিশ্বাস পড়েছে ঘাড়ে।
বলি চাই! মহা বলি!
যজ্ঞ হবে আজ। শ্মশান কালীর যজ্ঞ।
ফিনকি দিয়ে বয়ে যায় ফুটন্ত রক্তনদ।
গলায় ঝুলছে লাশের দাঁত দিয়ে বানানো মালা
অথবা বেড়ি।
ধেয়ে আসছে কিছু ইয়াজুজ মাজুজ এর বীর্যধারী সন্তান।
খেয়ে নেবে সব।
খানে জল, খাবে স্থল , খাবে বস্ত্রে পেঁচানো নারী।
কালো কি সাদা, লম্বা কি বেঁটে।
বাদ যাবে না কোলের পুষ্পটাও।
সূর্যাস্ত হবে।
তিমির কালো রাতে ফুটবে জোছনার চাঁদ।
গড়ে উঠবে জুলফিকরের দেয়াল।
এখন রক্তবমি মাখা ডানায় ভর দিয়েই
পাখি উড়ে যাক দিগন্তের শেষ পর্যন্ত।
যতদিন না পরশুরামের কুড়ালের শব্দ শোনা যায়।