একটু আরামের জন্য
প্রখর সূর্যকেও গলায় জড়িয়ে রাখতে পারি,
ঝড়ো বর্ষায় প্যাডেলে ভর দিয়ে
পাড়ি দিতে পারি ,শত পথ, শত ঘর।
মাইলের পর মাইল! নির্ঘুম!
শুধু একটু আরামের জন্য।

ঘামের নদীতে সাঁতরাতে পারি,
অভাবের অম্লান হাসি হেসে যেতে পারি !
শত যাত্রির কত ধিক, সয়ে যেতে পারি!
রঙিন চাকায় রাঙিয়ে দেই সাদা কালো জীবন!
কত গল্পের সাক্ষী হই,
হাসি , আনন্দ , দুঃখ সই
সিন্ধু ঘামের বিন্দু আয়ের
বিজয়ের হাসি হেসে রই

শুধু একটু আরামের জন্য।
শুধু একটু আরামের জন্য।