ঠোঁটের উপর চেপে ধরেছি তীব্র দুঃখ আমার।
কাঁদতে শিখিনি, তাই বিষাদের গ্লাসে উল্লাস গুলে খাই।
নিভৃত কলমের নিবে আনন্দের কালি দিয়ে লেখেছি উচ্ছ্বাস।
ভালোবাসতে জানে না জেনেও প্রেমিকার স্তনে এঁকেছি মানচিত্র।

এত কিছুর পরেও কেউ কেউ বোলবে- ভালো নেই।
অথচ, কষ্টের পাহাড়ে আমি চাষ কোরেছি সুখের গোলাপ।
আস্তিনে পুষেছি বিষাদের নাগ, কান্নার বিষ চোখে মেখেছি আমি,
যাতে সবাই অসুখের আড়ালে থাকা সুখটি পেতে পারে।
যাতে সবাই বিষণ্ণতা ভুলে হেসে উঠতে পারে।
যাতে সবাই ভাবতে পারে- মন খারাপ আসলে মন ভালো থাকারই অন্য নাম।

দ্যাখো, এইসব গোপন খবর কেউ জানাবে না তোমাদের।
আমি বোলছি, কারণ-
মস্তিষ্ক থেকে দূরে পালিয়ে গেছে বিপ্লব।
বুক থেকে ঝরে গ্যাছে শ্লোগান।
আর
চোখ থেকে খসে পড়েছে প্রিয় স্বাধীনতা।