<কবিতা>
_ ভুলের পত্র _
✍ লেখকঃ- আয়মান আহমেদ নাফি
তবুও তার সাথে হাটা হয়নি আমার,,
আমার হওয়ার কথা থাকলেও
সে আমার হলো না..
আমি ঠিকই আছি, দূরে বহুদূরে,
মেঘের আড়ালে.
আড়ালেই আমি বাঁচি।
নীলের সাথে মেঘের যত আনগোনা,
রাতের সাথে দিনের!
কষ্টের সাথে সুখের! সুখের সাথে সময়ের!
সবই জানি আমি৷ জানতে গিয়ে, চোখের কোণে বৃষ্টি হবে,
বৃষ্টি মিষ্টি নোনা..কষ্ট হবে, মধ্যম, উচ্চ আর গাড়ো
আঁধারে মহা উৎসবে জমা হবে বেদনা..
এতোকিছুর পরও, তার আর,
কিছু জানা হবে না.. জানা হবেনা, নিঃসঙ্গ রাতের কথা,
ছটফট করতে করতে ,
একটা হৃদয় ভাঙ্গার যন্ত্রণা।
কোনো কিছুই আর আগের মতো হবে না।
রাস্তায় পরে থাকা ফুল
আর তুলা হবে না, পৃষ্ঠঘাতে থেতলে যাবে,
স্বপ্নের মতো স্মৃতিরাও। ছায়াহীন হয়ে যাবে
পদচিহ্ন পরা পথগুলো।
শেওয়লা পরে রিংলাটায় বসবে না,
কোনো সুখের পাখি..
আদৌও ফিরবো না কেউ আর। ভুলে যাবো,
ভুলের এই পত্র লিখে রাখি.।।