তুমি মানে বিষন্ন এক রাত,
তুমি মানে গল্পে ভরা নিরব একা!
জোৎস্নহীনা চাঁদ..
তুমি মানে, একলা কাটে,
প্রহর আমার,সন্ধ্যা কিংবা প্রভাত।
তুমি মানে অসময়ে মন খারাপে!
নিঃসঙ্গতা আর মহা উম্মাদ চাপ।
তুমি মনে, অবহেলায়
আহত প্রায়, অবোধ নিরবতা,
তুমি মানে অজানায় ডুবে
শব্দ সূরে কথা..
তুমি মানে রঙের মিছিল,
ফুলের সুভাষ, পাখির কন্ঠে গান
তুমি মানে, বুঝতে শিখো,
অসময়ে,সপে দিলাম প্রাণ.।
তুমি মানে কাব্য লেখা ছন্দে
গভীর নিরবতা!
তুমি মানেই উপন্যাসের শেষ পৃষ্ঠায়
একটা ছবি, আর একটা "কবিতা"...