ব্যাগ ভর্তি বইগুলো তে পরছে
ধুলোমাখা ময়লা, করছেনা কেউ পড়া লেখা
আজ নেই না খোকন বায়না।
সন্ধ্যা হলেই বই এর পাতা,
খুলছে না আর খোকো।
খোকোর চোখে টিকটিক লাইকি!
লগইন দিয়ে ডুকো।
কি আর হবে দুঃখ নিয়ে,
কি আর হবে বলো, আধুনিকতার
এই বাতাস, গায়ে মিশিয়ে চলো।
শিক্ষা বন্দি বই এর পাতায়,
বই এ তাহা মানায়!
খোকন বাবার প্রোফাইল এখন
ফলোয়ার পরিপূর্ণ কানায়।
কেউ খেলছে ফ্রি ফায়ার
আর কেউ বা খেলছে পাবাজি!
ভাত খায় না এক মুঠো আর,
খেলায় এখন সবজি..
দিন চলে যায় দিনের মতো,
সেদিক লক্ষ্য নাই,
হাজার হাজার ফ্যান ফলোয়ার
এখন আমার চায়।
কি আর হবে দুঃখ নিয়ে,
কি আর হবে বলো?
আধুনিকতার এই বাতাস
গায়ে মিশিয়ে চলো...