তোমার কী মনে হয়, তোমাকে ভুলে গিয়েছি?
অথবা বিচ্ছেদ হলেই কী, ভুলে যেতে হবে?
একটু আধটু ভুলতে গিয়ে বারেবারে,
তোমাকে মনে করেছি।
নিজের কাছে খুব আপন হয়ে ও, মাঝে মাঝে
নিঃসঙ্গ যাপন করেছি মধ্যরাতে,
অথবা আঁধারে মাঝে,
তোমার শূন্যতা ঠিকই অনুভব করেছি।
সবকিছুর বৈধতা, কাগজেই অথবা
কালিতেই দিতে হবে এমনটা কিন্তুুু না..
অনেকেই লিখতে পারে না, অনেকে পড়তে জানে না!
কিন্তুুু সবাই বুঝতে পারে!
বুঝার অক্ষমতায় ভুল বুঝার জম্ম দেয়,
ভুল থেকেই শুরু! বিচ্ছেদ ব্যথা অথবা ব্যর্থতার!
এই যাত্রই, তুমি স্বপ্নের মতো সুন্দর হয়েও,
আচমকা হওয়া ভোরের আলোয়, ভেঙে যাওয়া ঘুম!
বাস্তবে তুমি "প্রেহেলিকা"
আমি আহত প্রহরী!
বিক্ষত হৃদয়ের অধিকারী।
কবিতাঃ সুখনন্দ
লেখকঃ আয়মান আহমেদ নাফি