তোমার অতিতের কথা,
আমি জানতে চাইনা,
আমি বলছি তুমি আমার,
চাঁদনি রাতের জোৎস্না হবে!
মন খারাপ হলে বৃষ্টিতে
ভিজে ভিজে বলবে,
এই কাছে এসো,
একলা আর ভিজতে ভালো লাগে না!
আমি তোমার অতিতের কথা
জানতে চাইনি,
তোমার অতিত তোমাকে ভালোবাসেনি,
প্রেম দেয়নি, যতটা তুমি চেয়েছিলে!
আমি শুধু চেয়েছি তোমায়,
প্রথম প্রহর গুনতে, গুনতে
সন্ধ্যা নামাতে...
আমি চেয়েছি সারারাত
জেগে জেগে, কখনো জানলার পাশে,
কখনো বেলখনি বসে,
দুজনে একসাথে চা এর কাপে,
ফু দিয়ে অভিমান উরাতে!
আমি চেয়েছি শুধু,
মন খারাপে তোমায় বুকে জড়িয়ে নিতে
যেমন করে জোৎস্নহীন চাঁদকে,
মেঘ ঘিরে ফেলে…