চোখ দেখে না এখন,
বিষাদ ভরা বিভ্রট গোলযোগ।
এড়িয়ে যাচ্ছি, অদেখা হয়ে
সত্য হয়েছে লুঠ।
কি হচ্ছে চারদিকে আজ।
সত্য মিথ্যা খেলা।
কোন পথে তুমি আছো এখন
না হয় তোমার পালা।
দেখিনা আমি, অন্ধ সেজেছি,
শুনেছি মিথ্যা বাণী!
কান পেতে শুনি, কান্নার আওয়াজ
লুটিয়েছে দেহখানি।
বড় লোক ধনী, পেয়েছে ক্ষণি
গড়েছে টাকার পাহাড়!
পায়না গরীব তিন বেলা ভাত
জুটেনা ক মুঠো আহার।
মানুষে মানুষ জাত ভেদাভেদ
ষোলো আনা লেনা-দেনা।
কানপেতে শুনি, কান্নার আওয়াজ!
লুটিয়েছে দেহখানা!