আমাকে হারানোর পর!
দুঃখ পাওনি তুমি।
তোমার মায়া ভরা চোখ দুটি,
একটি বারের জন্য ভিজেনি।
ভূমিকম্পের মতো,
কেঁপে উঠেনি তোমার হৃদয়।
হৃদয়ে হাহাকার হয়নি!
শুকিয়ে যায়নি আত্মা!
খরা হওয়া নদীর মতো!
বিরহ আসেনি! আসেনি ধূসর মেঘ!
শুধু জলতরঙ্গের মতো
ঢৈউ উঠেছিলো, আমার কোনটসা
হয়ে যাওয়া হৃদয়ে!
ঝর্নার রুপ ধারণ করেছিলো
অশ্রুসিক্ত দু-নয়ন।
তারপর ও তুমি বুঝিনি,
এক খন্ড কালো মেঘ যে ঘিরে রেখেছে
উজ্জ্বল কালো জোৎস্না!