যুদ্ধে- যুদ্ধে, লাশের মিছিলে!
জমেছে কতো ঋণ😓
মুক্ত হবে-স্বাধীন হবে,
আবার ফিলিস্তিন...
কতো মায়ের চোখে
অশ্রু ঝরেছে, বাবার কাঁধে!
উঠেছে শিশুর লাশ!
পক্ষ নেয়নি কোনো মোড়ল
তবে, করেছে সর্বনাশ..
আমারি বাড়ি, আমারি ঘরে!
আমিই সর্বহারা।
অস্ত্র ধরেছে বুকের উপর
ভীনদেশী যাজকেরা।
ওরা অসহায় হয়ে, দেশে দেশে
ঘুরে, খেয়েছিলো কতো তাড়া..
আমাদের আশ্রয়ে, আমাদের খেয়ে!
আমাদের হাতে, পরিয়েছে হাতকড়া..
দিনেদিনে শুধু বেড়েই চলেছে
জুলুমের জয়মাত্রা!
অসহায় হয়ে, চোখে জল ছেড়ে,
করেছে বিশ্ব হাসিটাট্টা..
মানবের তরে, প্রশ্ন জেগেছে
এভাবে আর কতোদিন?
পৃথিবীর বুকে হয়ে যাক
যুদ্ব- বিপ্লব, স্বাধীন ফিলিস্তিন।
" আয়মান আহমেদ নাফি