তোমার সামনে যে জন,
গেয়ে যায় মধুর মিষ্টি গান"
চিনে রাখো সে, তোমারি আড়ালে!
ছড়ায় দেয় বিষপান..

মানুষের চেয়ে বড় কিছু
নাহী মহি মহীয়ান!
কলরব শুধু করে যায় সাধু!
সাধু সেই নওজোয়ান।

মুখে তার মধু, অভিনয় শুধু
হাজারে সে একখান,
দেখো যা তোরা, মুখোশে ভরা!
করেছি আহবান।

লোকে কয়, সে মানুষই নয়!
ফেরেস্তা/ভগবান।
আহবান করি দেখে যা তোরা,  
সে মস্ত বড় শয়তান।