কবিতাঃ "মুজিব"
লেখকঃ- আয়মান আহমেদ নাফি
মুজিব একটি চেতনার নাম,
মুজিব মানে রোদ্রতপ্ত জমিতে
কৃষকের হাসি আর শ্রমিকের শ্রম
আর ঝরে যাওয়া
ঘামের ন্যায্য দাম!
মুজিব মানে অন্যায় যেখানে,
সেখানে প্রতিবাদ, আর
আপোষহীন জনতার জয়গান!
মুজিব মানে,
মুক্ত পাখির মিষ্টি কলরব
মুজিব মানে,
অন্যায় এ হুংকার
আর সাহসী মনোভাব।
মুজিব মানে,
মরতে যখন শিখেছি,
তখন কেউ দাবায় রাখতে পারবে না,
তপ্ত রুদ্র কলরব।
কবিতার আর অলিখিত যতো গান..
মুজিব মানে ভেঙে দাও ও হাত,
অন্যায় শাসকের,
ঐক্যবদ্য হও নওজোয়ান।
মুজিব মানে, এসো হাতে রেখে হাতে
যুদ্ধ হবে, যুদ্ধ মাঝেই সুখের জায়গান.
মুজিব মানে স্বাধীনতা, একটি পতকা
আর মিশে আছে লাখো শহীদের আত্বদান...
মুজিব মানে, সংগ্রামে, সৌরভে,
গেয়ে যাও সৌকরবে সাম্যের জয় গান..