পাওয়ার আছে অনেক কিছুই
পথযাত্রই জীবনের স্পনচার কেউ নিতে চায় না।
যোগ্যতার মাপকাঠি, সম্পদ, নাম আর বিশাল
এক পরিচয়ে রচিত হয়
উদ্ধত এক লিপি।
যেখানে অশ্রু জলে শেষ হয় আশা,
আক্ষেপে রচিত হয়, হতাশা।
বুঝতে বুঝতে একসময়
এমন করে বুঝে যায় আমরা।
সবকিছুর শেষটার অপেক্ষা.
ব্যবসা করতে গিয়ে জীবনের
সবচেয়ে বড় লস, অথবা যাকে বিশ্বাস করে
আপন করা হয়, সে মানুষটার কাছে
প্রতারিত হয় অনেকেই।
বুঝতে শিখে বিশ্বাস নামক
কিছুই আদৌও নেই৷
অথচ যে সহজ সরল
তাকে বোবা ভাবার এই নিয়মে
আটকে গেছে পথ।
{সংক্ষিপ্ত}
কবিতাঃ-জীবন ও মন
শব্দ গুচ্ছে:- আয়মান আহমেদ নাফি