আমি তোমার
প্রথম হবো,
উত্তম হবো,
মধ্যম হবো!
শুরু থেকে
শেষ হবো।
দূরের থেকে,
কাছের হবো।
আমি তোমার
গোপন হবো।
কোমল হবো -
আঁধার আলোর
সঙ্গী হবো,
হতে হতে
প্রেমিক হবো!
পথ হারাবো-
পথিক হবো।
আমি তোমার
প্রেমিক হবো...