আমি দুঃখ পাচ্ছি বলেই,
শুকিয়ে গেলো ঢৈউ তুলা উম্মাদ নদী,
আমি দুঃখ পাচ্ছি বলেই
হারিয়ে গেলো সদ্য
ফুঁটা ফুলের সুভাষ!
আমি দুঃখ পাচ্ছি বলেই,
মেঘেরা অসময়ে দেয় হুংকার!
আমি দুঃখ পাচ্ছি বলেই!
দেউলিয়া হলো স্বপ্নের
স্বপ্নীল বাগান!
আমি দুঃখ পাচ্ছি বলেই,
মেঘের আড়ালে গেলো চাঁদ,
বিরহে পুড়েছে জোৎস্নার
ললাট গাল!
আমি দুঃখ পাচ্ছি বলেই!
কৃষ্ণচূড়া ফুলের চোখ লাল
টুকটুকে লাল!
কি হলো কী জানি!
সময় খারাপ নাকি
খারাপ হয়েছে কপাল..
☞ কবিতাঃ- "দুুঃখ"
☞ লেখকঃ- আয়মান আহমেদ নাফি