যে আমায় কখনো ভালোবাসেনি,
বহুবার আমি কেবল,
তার কাছেই গিয়েছি
যে আমায় আড়ল করেছে অযুহাতে!
আমার হৃদয়ে জমানো প্রেম কে,
ধুমড়ে মুছড়ে শেষ করে দিয়েছে বহুবার!
কেবল আমি তার কাছেই অবহেলার পাত্র হয়েছি।
বলো আর কতো বার ফিরবো?
আর কতো বারই বা তোমাকে চেয়ে নেবে,
অসুস্থ ভিক্ষুকের মতো হাত পেতে!
ভালোবাসা তো এভাবে হয় না,
ভালোবাসায় অযুহাত হবেনা,
এসব তো থাকার কথা না,
ভালোবাসা নির্মল, নিবৃত গোপনে হৃদয়,
পরশে পরশে উদিত স্বপ্নের মতো
শিহরণ এ উদিত দুটি চোখ ভরা লজ্জায় আবৃত
কবিতার মতো হতে হয়,
ভালোবাসা মুক্ত পাখির আকাশে উড়ে
যাওয়ার ঘুড়ির মতো হয়,
ইচ্ছে হলেই হাতের উপর
হাত রেখে হাটা যাবেনা
অবিশ্বাস ফের ফিরে আসবে মেঘ হয়ে,
ইচ্ছে হলেই তোমার সাথে
পথ চলতে চলতে,
একগুচ্ছ ফুল দিয়ে শূন্যতায়,
তোমাকে দিয়ে পূর্ণতা
এনে দেওয়া যাবে না বিরহে।
অথচ
তোমার না পাওয়া সুখে,
আমি অসুখ হতে চেয়েছি
তোমাকে চেয়েছি বহুবার,
বহুরাত একা কেটেছি,
শূন্যতায় শেষ করেছি বহু ইচ্ছে,
কেবল অযতা স্বপ্ন গুলো
পোষে রেখেছি সযত্নে ।
এক বুক ভালোবাসায়!।
কখনো তোমায় আমি দেখিনি,