শিকল খুলে তাড়িয়ে দিয়েছো বলে
খাঁচা ছেড়ে ডানা মেলেছি আকাশে,
ভেবো না –
হারিয়ে গেছি সুদূরে চিরতরে !
আমি ঘুরে-ফিরে এ আঙিনায় ছুটে আসবোই,
আকাশ থেকে কী করে তাড়াবে আমায় !
পারো কি নেভাতে একটিও তারার বাতি ?
যতই নতুন পোশাকে শোভিত হও,
কণ্ঠে তোলো নতুন গান,
ঝেড়ে ফেলে দিতে পারো না হেলায়
দূরের বাঁশির মধুর তান ...
আমায় ভুলেথাকা - সে তোমার সাধ্যি নয়,
এবার নাহয় বরণ করো খানিক পরাজয় -!