এখন শুধু দূর থেকে দূরে যাওয়া,
ধাবমান ট্রেনের পেছনে দাঁড়িয়ে
বিন্দুতে মিলিয়ে যাওয়ার অপেক্ষায় থাকা-।
স্মৃতিরা পলাতক পাখির মতো
পাতার ফাঁকে মুখ লুকিয়ে দীর্ঘশ্বাসের
প্রহর গুনছে...
একদা সুখের জলপ্রপাত আনমনে
অবজ্ঞায় কাদাজল ছিটিয়ে যাচ্ছে
অবিরল ।
বেচা-কেনা শেষে ভাঙ্গাহাটে
কে আর অপেক্ষায় থাকে পথচেয়ে ?
সময়ের করালস্পর্শে থাকে না বেঁচে
রাতের শরীরে দিনের স্মৃতিচিহ্ন !
সয়ে যায় সবই অবশেষে,
শুধু কিছু গোপন কষ্ট জমে থাকে
যক্ষের ধনের মতো বুকের গভীরে -।