কী যেন একটা অপেক্ষা থেকেই যায়,
দোরগোড়ায় বসে থাকে রাত্রিদিন ।
যতই বলি – আমার হিসেবকষা শেষ,
সরে যাও, আমাকে নির্ভার থাকতে দাও !
কে শোনে কার কথা, বারোমাসি ফুলের মতো
প্রতিদিন ফোটে-ঝরে অনাদরে আঙ্গিনায় ।
কী বর্ষা, কিবা শীত ঝুলেপড়া সময়ের
আঁচল ধরে সে নির্বিকারঃ
কে যেন আসবে, কার জানি আসার কথা,
কে যেন কুড়িয়ে নেবে অতৃপ্তির প্রতিটি নীল দীর্ঘশ্বাস...
জানিনা, এ কোন অমোঘ মায়া আমার পায়ে পরালো বেড়ি !