তুমুল বৃষ্টিতে লংড্রাইভে সেদিন
ভেসে যাচ্ছিলাম সিক্ত আবেশে যেন কোন
স্বপ্নপুরের যাত্রী ।
পাশাপাশি রেললাইনে তরল কুয়াশায় লাইট
জ্বালিয়ে ছুটে চলেছিল আন্তনগর ‘কালনি এক্সপ্রেস’
বিপুল উচ্ছ্বাসে !
হাওরের শান্ত পানিতে তখন মাছেদের কানাকানি
ছাপিয়ে সহাস্যে বৃষ্টির লুটোপুটি ।
ঘোরলাগা ঝুম বৃষ্টিতে আমি বুঁদ হয়ে
পান করছিলাম বরষার শাশ্বত সুধা ,
আজন্ম তৃষ্ণাকাতর আমাকে স্বর্গের পথ
দেখিয়েছিল তুমুল বৃষ্টিতে নত ঝিরিঝিরি
সেই বিভোর সকাল ।