আনন্দ মরে গেলে দুঃখের গল্পগুলোও বেপথু হাওয়ায়
দিশা হারিয়ে উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায় ।
নাপাওয়া যখন অনেক বেশি পাওয়া হয়ে ফিরে আসে,
মন আর স্বাগত জানায় না তাকে, সাড়া দেয় না
একদা শিহরিত আবেগের সাজানো কানন !
সময়ের নোনা জল এমনি করে শুষে নেয়
জীবনের সকল উর্বরা ভূমি,
মনেহয় বুঝি মরে গিয়ে ফিরে এসেছি অচেনা মানুষের মাঝে ।
এখানে কেউ আমার জন্য অপেক্ষায় থাকে না,
তেল-নুন, চাপাতার ফর্দ নিয়ে যায় না কেউ হাত বাড়িয়ে,
পেঁয়াজের দর আকাশচুম্বী হলে আমার কী ?
নিত্য এবাড়ি-ওবাড়ি অতিথি হয়ে বেওয়ারিশ বেঁচে থাকাটা যেন
কোনো পাড়াবেড়ানো বেড়ালের উপমা !