কাদম্বিনী অনুরোধ করি তোমায়!
তোমার মায়াজালে যে চাতক পাখিটা
আটক হয়ে আছে বহুকাল।
তাকে তুমি ফিরিয়ে দাও।
তোমায় ভেবে যে পাখিটা
এতোকাল নিশাচর!
রাতজাগা সেই পাখিটার
ঘুম গুলো সব ফিরিয়ে দাও।
তোমায় হারাতে হারাতে,বহু আঘাতে
একটা কিশোরের বুকে
আজ হাজারটা ক্ষত!
সেই কিশোরের হাসি মাখা
দিনগুলো তুমি ফিরিয়ে দাও।
তোমায় ভেবে ভেবে
একটা বালক লিখেছিল অসংখ্য কবিতা।
যার কোনো বাজার দর হয়নি
তোমাদের মহল্লায়!
সেই বালকের নিষ্পাপ
আবেগগুলো তুমি ফিরিয়ে দাও।
তোমাকে ভালোবাসার বদলে
পৃথিবীর বুকে আজ আমি
ডিপ্রেশনের কবি।
আমার চঞ্চলতায় ঘেরা বাউণ্ডুলে সেই
জীবন তুমি ফিরিয়ে দাও।
তোমাকে মনে করে করে
আমার মনটা বেওয়ারিশ।
সংসার পেতেছে তোমাদের ওখানে
তাকে খুজে পাইনা বহুকাল।
তাকে তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও
লিখা: আয়ান হাসান