তোমাকে অভিমানী বলব নাকি হৃদয়হীনা?
হৃদয়হীনা বলাতে খারাপ লাগতে পারে তোমার!
কিন্তু দেখো নিষ্পাপ একটা ভালোবাসাকে
যে অনায়াসে খুন করতে পারে
তার কি হৃদয় আছে?
সবটা দিয়ে ভালোবাসার পরেও যাকে
বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি!
তার কি হৃদয় আছে?
কারো চোখের জল দেখে যার
বিন্দু পরিমান মায়া জন্মালো না অন্তরে!
তার কি হৃদয় আছে?
আমার হৃদয় টা পুড়ে ছারখার হয়ে গেলো
যার প্রেমের দহনে, সে টেরই পেলো না!
তার কি হৃদয় আছে?
আমি প্রেমের অনলে পুড়ছি,
আর যে সেই তাপে সেকেছে তুন্দ রুটি!
তার কি হৃদয় আছে?
একটা জ্যন্ত সতেজ আত্মা,
চোখের সামনে দুমড়ে মুচড়ে দিশেহারা।
এই দৃশ্য দেখে যার একটুও
মায়া জন্মালো না!
তার কি হৃদয় আছে?
যার জন্য আমার এই দুর্ভোগ।
সে যদি উল্টো আমার সাথেই
দেখায় যত ক্ষোভ!
তার কি হৃদয় আছে?
যার জন্য একটা মানুষ চোখের
জ্বলে ভাসছে!
আর সেই দৃশ্য দেখেই
মনে মনে যে হাসছে!
তার কি হৃদয় আছে?