পদ্মাবতী: আচ্ছা পিয়াস! জীবন মানে কি?
পিয়াস: জীবনের আবার সংজ্ঞা কি?
তবুও ধরো জীবন হলো একটা ২০ ওভারের ক্রিকেট ম্যাচ!
যা খুব সল্প সময়ের জন্য!
পদ্মাবতী : আর জীবনে স্বপ্ন.......
পিয়াস: উইকেট, ছক্কা, সেঞ্চুরি, হ্যাটট্রিক!
বলারের সপ্ন উইকেট ভেঙে দেবো!
আর ব্যাটারের স্বপ্ন ছক্কা!.
কেউ কেউ শূন্য হাতে ফেরে সাজঘরে!
আবার কেউ কেউ শতক হাকিয়ে বুক ফুলে দাড়ায়
কেউ কেউ প্রথম প্রথম ভালো বল করে শেষ ওভারে খরচে বলার!
আবার কেউ কেউ প্রথম খারাপ করে শেষের দিকে হ্যাটট্রুক!
পদ্মাবতী : তাহলে জীবনে প্রেম!
পিয়াসঃ প্রেম হলো আপেক্ষিক! এল বি ডব্লিউ উইকেটের মতো!
যা রেফারি নির্ধারন করে!
রিভিউ নিলেও বিচার রেফারি পক্ষেই বেশী!
পদ্মাবতী: তাহলে তুমি আমি কে কোন চরিত্রে!
পিয়াস! পদ্মাবতী তুমি উইকেটের মতো!
আর আমি বলার!
চাইছি ছুতে তোমায়!
সতীর্থ বলারেও তোমার আশায়!
জানি না কে হাসবে!
তবে তুমি নামক উইকেট কারো দখলে গেলেও!
মাঠে ঠিকই অন্য কেউ আসবে!
কিন্তু তখন ক্যাপ্টেন যেন বল না দেয় আর আমার হাতে!
ইঞ্জুরির অজুহাতে ব্যাট ও নিবো না হাতে!
পদ্মাবতী: আমি ব্যটার হতে চাই!
তোমার ওভারে বোল্ড আউট হবো!