_দুঃখেরা দল বেধে আসে,
নয়তো পর্যায় ক্রমে,
না হয় একই পথে আসে,
এমনকি বারবার আসে।
দুঃখেরা শীত বসন্তে আসে,
আসে ঘোর বরষায়,
দুঃখেরা বারোমাস আসে।
দুঃখ পায় জলরাশি,
দুঃখ পায় সীমাহীন ঢেউ,
দুঃখ পায় গোটা সমুদ্র।
দুঃখ পায় উজ্জল নক্ষত্র,
দুঃখ পায় একা চাদ,
দুঃখ পায় সৌরজগত।
দুঃখেরা স্বার্থপর নয়
এমনি নয় বেঈমান,
দুঃখের মায়ায় পড়ে যায়,
তাই থেকে যায় পিছুটান।
তাই ফিরে আসে বারবার।
ভালোবাসলেও তো দুঃখ পায়,
তাহলে দুঃখকে কেন ভালোবাসিনা?
সুখ খুজেছ তো বহুকাল!
সুখ কি পেয়েছ?
সুখ পাবে না!
আর দুঃখকে চাওনি কবু
তবু দুঃখ থেকেছে পাশে।
আমরা দুঃখ চাইনা,
আর সুখ আমাদের চায়না!
দুঃখেরা অমর আজীবন
সুখ যায় মরে,
সুখের স্বার্থপর হয়তো
তাই যায় সরে।
দুঃখ হলো মহাসমুদ্র!
আর সুখ আজলা ভর্তি পানি,
যা ঝরে যায় আঙুলের ফাক দিয়ে।
কিন্তূ দুঃখ কমে না!
তাই দুঃখে কোনো দুঃখ নেই আমার!
দুঃখই নিয়েছি মেনে।