আজকাল আমি
সিগারেটে আসক্ত,
নিকোটিনে বিষাক্ত,
আজকাল আমি খুব নষ্ট,
সমাজে বেয়াদব
তাও স্পষ্ট।
এ শহরে বখাটে যত,
তাদের তালিকাভুক্ত
করা হলে,
আমার নামটাও
সেরাদের খাতায়!
এ কথা সবাই জানে।
এটাও তো ভুল নয়,
এ শহরেই আমার জন্ম,
কিন্তূ আমি এমন কেন?
আগে তো ছিলাম না!
এ শহরের সচেতন
সাংবাদিকরা
দৈনিক আমার নামে
বের করে নিউজফিড,
আমি ভালো না!
তবে এ শহরে কি
কোনো গোয়েন্দা নেই?
কেউ তো খুজে দেখলোনা
এর পেছনের কারন,
কে দিয়েছ কষ্ট?
কার কারনে হোলাম নষ্ট?
আমি তো সিগারেট পোড়াই
এটাই আমার অপরাধ!
আর যে আমার
হৃদয়টা পুড়িয়ে ছারখার
করে দিলো,
তার টাইমলাইনে তো
ঠিকই লাভ রিয়েক্ত দাও!
আজ প্রকাশ্যে তোমাদের
সামনে সামান্য আপরাধ
করেই আমি অপরাধী!
কোনো এক বরষা রাতে
কেউ একজন
খোলা আকাশের নিচে
বুকে কোরআন নিয়ে
শপথ করেছিল,
কোনদিন ছেড়ে যাবে না।
সেই একদিন
ছেড়ে চলে গেল!
এ শহর তো সেদিন
আনন্দে খেয়েছে বৌ ভাত!
তখন তো তাকে
কেউ বেয়াদব বললো না!
আর যখন আমি তাকে
ভুলতে না পেরে,
চার চারটা বসন্ত
কাটিয়ে দিলাম
নিভাক হয়ে,
বিষন্নতা নিয়ে,
একাকিত্বের মাঝে!
তখন এ শহর আমায়
পাগল উপাধি
ঠিকই দিয়েছিলো!