হ্যালো বেলা!
তোমার স্বামী আসলে
তার কাছে ফোনটা
দিও একবার,
অনেক কিছুই এলোমেলো
আজো চাকরিটা খুবই দরকার।
তোমার স্বামীর অফিসে
কিছু লোক নিবে নাকি!
ঘুষ আমার পুরোটা নাই
কিছু থাকবে বাকি।
হ্যালো বেলা!
একবার বলে দিবে কি?
লাল নীল সংসারের
একদিন ছিল স্বপ্ন কত,
হলোনা তা কারন
চাকরি ছিল না,
হৃদয়ে আজো ক্ষত!
আজ বাবাও হার্টের রোগী
ডাক্তার বলছে
বাচবেনা বেশীদিন,
বেকার খেয়েছি সারাজীবন
তার জোগানো আহার
শুধিবো কেমনে ঋন?
কালো ছায়ায় জড়ানো
আমার সংসার,
আজ আর চলছেনা।
চুপ করে সেদিনের মতো
হয়তো আজো কাদছ!
কেদে আর কি হবে বল?
এ শহরে মধ্যবিত্ত
জীবন মানেই এলোমেলো।
জীবন নিয়ে তাই
আর ভাবিনা।
এটা কি ২৪৪১১৩৯?
বেলাবোস তুমি পারছ কি শুনতে?
= = =
অঞ্জন দত্তের বেলাবোস গান আমার ফেবারিট গানের মধ্যে অন্যতম!
যতবারই শুনি এই গানটার রেষ কাটে কিছুতেই!
ছেলেবেলায় আমি রেডিও শুনতাম, সেখান থেকেই আমার এই গানটা প্রথম শোনা!
আজো আমার প্লে লিষ্টের প্রথম সারিতে এই গানটা।
তাই সেই ভালোলাগা ভালোবাসা থেকে সে সুত্র গল্পে রেখে চেষ্টা করলাম আর কি!