ভালোবেসে এই আমি আজ
পাইনা খুজে কুল,

তোরে ভালোবাসা ছিল
নিয়তির ভুল...(২)

জানিনা তুই কেন আমায়
বাসলিনারে ভালো,
অন্ধকারে থেকে আমি
চেয়েছিলাম আলো...(২)
আলো তো আর দিলিনারে
চোখে দিলি দুল।
তোরে ভালোবাসা ছিল
নিয়তির ভুল...(ঐ)

তোর কারনে নিঃস্ব আমি
তুই তো বুঝলিনা
তোরে ভেবে হারিয়ে যাই
তুই তো খুজলিনা...(২)
এখন শুধু গাথি মালা
নিয়ে বকুল ফুল
তোরে ভালোবাসা ছিল
নিয়তির ভুল...(ঐ)

তোর কারনে ছন্নছাড়া
পথে পথে ঘুরি
ভালোবেসে এ বুকে তে
মারলি বিষের ছুরি...(২)
আয়ান হাসান পায়না আছান
করে মস্ত ভুল
তোরে ভালোবাসা ছিল
নিয়তির ভুল।