শ্রাবনের এ ভেজা দিন
রেখে গেছে হৃদয়ে অজস্র ঋন।
আলোর ম্লানতায়
মেঘের বিষন্নতায়
সেদিনে বসা কত ভেজা পাচিলে,
জোসনা মাখা
কত কাব্য লেখা
তার ছাপ পাহি
আজো জীবন যাচিলে।
কেউ ছিল ছায়ার মতো
লেগে আমাতে জুড়ে,
সে ছিল সমস্ত উপক্রমে
কখনো ছন্দে, কখনো গীতিতে,
কখনো সুরে।
সে ছিল চঞ্চল চপল পায়ে
যেত ঝরনার মতো বেয়ে।
সে ছিল কবিতার মতো ছন্দময়,
চন্দ্রের মতো জোসনাময়।
হৃদয়ও ঘরে
রাখা হয়নি তারে ধরে,
তবে আজ করে বিরাজ
স্মৃতির পাতা জুড়ে।
সে ছিল স্বপ্নচারীনির বেশে
সে ছিল রক্তের প্রতিটি কনায় মিশে।
সে ছিল জীবনের নীলকাব্য জুড়ে
সে ছিল স্বরলিপির প্রতিটি পঙ্ঘজুড়ে।
সে ছিল হয়ে তারাময়,
কখনো আলোকবষ হয়ে আকাশে,
সে ছিল হৃদয়ের মনি কোঠরে
কখনো নভোচারীর বেশে।