এই সমাজে আমি অচেনা,
এই সমাজে আমার বোনেনা,
সমাজ চলে নিজের মতো
আমি চলি আমার মতো,
যদি লাগে কারে খারাপ,
করে দিও আমাকে মাফ
হতে পারিনি কারো মনেরি মত।
তোমরা যখন চাদের আলোয়
আমি তখন আধার কালোয়,
অধিকার তো তাহারো আছে!
ভালো আমরা বাসি ভালো,
খারাপ যে তাই খারাপ হলো,
ভেবে দেখ বলিনি মিছে,
তোমরা যখন বুক ফুলিয়ে,
আমি তখন খুব পালিয়ে,
হেটে চলি অজানার পথে,
অন্যের বলে বুক না ফুলাও
নিজের বলে দুরে পালাও,
তবে আছি তোমারি সাথে।
তোমরা যখন স্বপ্নের ভেলায়,
আমি ব্যস্ত মেঘের খেলায়,
ঝরে পরছে স্বপ্নগুলো রোজ,
তোমাদের তো চাদনী আকাশ,
আমার তো ভাই দস্যি বাতাস,
খুজে বেড়াই স্বপ্নগুলো খোজ!