তুই নেই বলে
এই ধরা লাগে এত শূন্য,
তুই নেই বলে
কত জীবন এত অপূণ,
তুই নেই বলে
কত মানুষ করে ফুটপাতে নিশীযাপন,
তুই নেই বলে
কত মানুষ সহ্য করে শীতের কাপন,
তোরই অভাবে
কত ক্ষুদাত শিশু করে হাহাকার,
তোরই অভাবে
কত তাজা প্রান নিবিকার,
তোরই কারনে
কত অস্রু কত রক্তপাত,
তোরই কারনে
মানুষে মানুষে এত শত্রুপাত
তোর অভাবেই
ল্যাম্পপোষ্টের নিচে এত মানুষের ভীড়,
তোর অভাবেই
কারো কারো নেই আপন নীড়,
তোর অভাবেই
কারো কারো মুখে ওঠেনা অন্ন,
তোর অভাবেই
কারো কারো জীবন রয়ে যায় অপূন,
তোকে পাওয়ার আশায়,
কত সাধনায় লোহার শ্রমিক,
তোর অভাব খারাপ স্বভাব কেউ কেউ অধামিক,
তুই নেই বলে
সমাজে কেউ কেউ লাঞ্চিত,
তুই নেই বলে
কেউ কেউ অধিকার থেকে বঞ্চিত,
তুই নেই বলে,
কারো কারো জীবন এত ব্যথ,
সব কিছুর কারন,
নেই তুই অথ,
অথ অথ করে
অথহীন জীবন,
তোমায় ভেবে ভেবে
যত নিশার স্বপন