ঘুণে ধরা সমাজ ব্যবস্থা
নগ্ন নৃত্যের আসর প্রিয়তমার উঠোনে
সঙ্গমে ভীষন ব্যস্ত কবিতা প্রেমী পুরুষ
সাম্যবাদের চোখে জমেছে হতাশাবাদের ছায়া,
আন্দোলনকারির বিবেক কলুষিত হয়
সামরাজ্যবাদের লোলুপ অর্থের আহমিকায়,
নারীবাদী রমনী যৌবন প্রদর্শনে ব্যস্ত ভীষন
দিনের আলোয় চলে নর মাংশ বিক্রির তুফান।
কল্যানের পথে প্রেরিত পুরুষগন মানবের মনে
দাস প্রথা সাজিয়ে দিচ্ছে নিজ স্বার্থ চরিথার্তে,
মানবতা প্রেমী মানুষ গুলো দেশ হতে নির্বাসিত,
জীবিত সম্পকের জের ধরে মৃত মানুষেরা
বেঁছে থাকার অভিনয় করে যাচ্ছে বীর দর্পে,
ঘুণে ধরা সমাজ ব্যবস্থা
অন্যায়ের অপঘাতে রক্তাক্ত মানবতা।
৫ জুন ২০১৪