আবহমান কাল হতে সাধ্যের সবটুকু শ্রম
উজার করে দিয়ে যায়
তবে প্রাপ্তির ক্ষেত্রে শুধুই সান্তনা,
ভরা পেটের তৃপ্তি কেমন বুঝি না এখন
প্রাপ্তি অপ্রাপ্তির সিমারেখা জানি না,
শুধু বাচাঁর মত বাচঁতে চাই
দু মুঠো ভাত, একটু নিশ্চয়তা চাই।
মাটির সন্তান বলে দুঃখের উপর ও
কাঁদা মাটি লেপে দিয়েছে সময়ের আবর্তনে,
আমাদের কষ্ট গুলোকেও রাবীন্দ্রিক শুনায়।
ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে অদৃশ্যে বিদ্যমান
হাজার বছরের অনাহারের খরা।
১৯.০৫.২০১৫