বলতে পারো,
কতটা ক্ষুদার্ত হলে এক শানকি বাসি ভাতকে
ঈশ্বর প্রদত্ত আশির্রবাদ মনে হয়?
বলতে পারো,
কতখানি রুগ্ন হলে বুকের পাজর গুলোকে
রাজ বাড়ির ভগ্ন ইটের মত নিষ্প্রাণ মনে হয়?
বলতে পারো,
কতটুকু হতাশা মনে জমলে সোনালী অতীতকে
গ্লাণির অস্ত্রোপাচারে অপসারন করতে হয়?

বলতে পারো,
অভাবের ক্ষত কতটা গভীর হলে প্রাণ প্রিয়
সন্তানকে বিক্রি করে দিতে হয়?
বলতে পারো,
কতটা শোষিত অধীকারহীন হলে বধূর ভালবাসা
মায়ের স্নেহ ছেড়ে ভূমিপুত্রের হাতে মরনাস্ত্র তুলে নিতে হয়?

আমি বলতে পারি!
তাই আমি দেশদ্রোহী
একদিন সবাই জানবে
ওরাও দেশদ্রোহী হবে,
এক সময় স্বদেশবাসীরাই দেশদ্রোহী হয়ে উঠবে।

০২.০৯.২০১৫