কি চাও, অয়ন
কেন তিতিরের মত ডেকে যাও সারা বেলা?
তোমাকে চাই, গোধূলি
তোমার প্রেম সুধাময় পুস্কনিতে অবগাহন চাই।

যদি বেলচেরির মত বিষাক্ত বাষ্প ছড়ায়?
আমি সেই বিষ গ্রহনে নীল হবো।
যদি প্রজাপতির ডানায় লিখতে বলি বিরহের কাব্য?
আমি অনন্তকাল বসে মহা কাব্য রচিব।
যদি ভেজা মেঘ হয়ে আকাশে ভেসে যায়?
আমি বাতাস হয়ে জড়াবো তোমায়।
যদি সমুদ্রের অতল গহ্বরে নিমজ্বিত হই?
আমি দ্বীপ হয়ে বক্ষে তুলে নিবো।
যদি অর্ধ সংঙ্গমে নিস্তার দিতে বলি?
আমি নিজ হাতে উত্তেজনার সমাপ্তি ঘটাব।
যদি উন্মুক্ত বসনে পরিভ্রমন করি সমস্ত নগরী?
আমি তোমার লজ্বা হবো।
যদি সাম্যের বুকে পদ চিহ্ন বসাতে বলি?
আমি তাই বসাবো, তুমিই সাম্য,তুমিই কাম্য।

অয়ন, আঠারো শতকে দাসপ্রথার অবলুপ্তি ঘটে
তুমিতো দাস, নয়া পুরুষতান্ত্রিক ভালবাসার দাস
দাসকে করুণা করা যায় শুধু
ভালবাসা নয়।

২৫.০৭.২০১৫