বসন্তের মাতাল হাওয়ায় সুদর্শন যুবক
বালিকাকে বলেছিল " তোমাকে আমি ভালবাসি "
তোমার পরশে রাঙ্গাতে চাই যৌবনের সব ঋতু,
অবুঝ বালিকা ফেরাতে পারেনি সেই বসন্তের আহব্বান
আবেগী ভালবাসা হয়ে উঠেছিল বেঁছে থাকার অবলম্বন।
গভীর বিশ্বাস অজানা এক সম্মোহনে
বালিকা পাড়ি দিয়েছিল
অসংখ্য পাপ গ্রস্ত দরজা
উঁকি দিয়েছিল নিষিদ্ধ জানালায়,
দুয়ে মিলে এক হয়ে নিথর শরীর জুরে
থেমে থেমে হয়েছিল কামনার শুধা বর্ষন,
পবিত্র শরীর জুরে নগ্নতার এটো বাসন
যৌবনের আগ্নেয়গিরিতে বিবেকের ক্লান্ত দ্হন।
শরীর উত্তাপের পর্ব যখন শেষ
বালিকা র্ইলো একা প্রতারক যুবক নিরুদ্দেশ,
অবুঝ বালিকা সারা জীবন বয়ে চলেছিল
ভুল প্রেমের ঘৃণিত হাহাকার
নিজের চিরচেনা শরীরে খুঁজে পেয়েছিল
এক প্রতারক পুরুষের ভালবাসার অত্যাচার।