চট্রগ্রাম মেডিকেল বার্ণ ইউনিট
সিলিং এ ঝুলছে ধূসর টিউব লাইট,
১৩ নং সিটে মৃত্যু যন্ত্রনায় কাতর এক যুবক
শুভ্র প্যরিস ব্যন্ডেসে মোড়া তার শরীর
পাশে প্রিয়জনের মৌন আর্তনাদ
বাতাসে পোড়া মাংসের দূর্গন্ধ
গনতন্ত্র রক্ষা, ক্ষমতার মসনদে আরোহন
হরতাল, পিকেটারের পেট্রোল বোমায় দগ্ধ যুবক।

সেই মৃত্যু পথযাত্রী যুবকের একটা সুখের সংসার ছিল
বেঁছে থাকার অদম্য ইচ্ছে ছিল,
সে ছিল একটা পরিবারের অবলম্বন
কয়ের জনের জীবন ধারনের পথ প্রদর্শক।
যে দু হাত ব্যস্ত ছিল জীবন যাপনের সংগ্রামে
শিশুকে আদর কিংবা আল্লাহর মোনাজাতে
সেই দু হাত বিছিন্ন করা হল আগুনের দ্‌হনে,
যে ঠোঁটে ফুটত স্বপ্ন সাজানোর গল্প
বৌয়ের কপালে দিত ভালবাসার মৃদু চুম্বন
সে ঠোঁট জ্বলসে গেছে কবে ই,
সাদা ব্যন্ডেসে মোড়া মানুষ কাবাবের চেয়ে
কাপনের কাপড় কি শ্রেয় ছিল না?

একি তবে গনতন্ত্রের রুপ?
অফ দ্যা পিপল, বার্ণ দ্যা পিপল, বাই দ্যা পিপল
গনতন্ত্র পুড়ছে আজ পেট্রোল বোমার আগুনে
গনতন্ত্র ডুকরে কাঁদে ব্যন্ডেসের বাধঁনে।