বিল্পব আজ চারিদিকে বিল্পব,
বাংলার আকাশ ছূয়েছে আজ বিল্পবের আগ্নেয়গিরি
বিদ্রোহের রণতরী ভেসেছে বাঙ্গালীর চিন্তার সাগরে
শোষণ আর সামরাজ্যবাদ সমাজের মহামারি।
বিল্পব জেগেছে আজ সঙ্গম প্রিয় পুরুষের বুকে
বিল্পব এসেছে আজ কামনারত সাবালিকার ঠোঁটে,
বিল্পবে জেগেছে আজ শোষিত সর্বহারা শ্রমিক
বিল্পব এনেছে আজ কবিতা লেখা প্রেমিক।
বিদ্রোহের লেলিহান শিকায় ভয়ার্ত শোষক দল
যদি ও মুখে সাহসের বুলি আওরায়
মনে সংঙ্কিত ভীরু কাগুজে বাঘ।
এখন শুধুই অপেক্ষার প্রহর,
আসবে বিদ্রোহের কান্ডারি
যে শোনাবে সশস্র সমাজতান্ত্রিক বিল্পবের ডাক।