গ্রীস্মের ভরন্ত দুপুরে দাঁড়িয়ে
উপলব্ধি করতে পারিনা
সপ্তরঙের শুভ্রতা।
সরের আস্তরনের পুরুতা দেখে
উপলব্ধি করতে পারিনা উষ্ণতা।
স্তব্ধ অতল দীঘির স্থিরতা দেখে
উপলব্ধি করতে পারিনা গভীরতা।
হারানোর বিয়োগ ব্যথায় বুঝতে
পারিনা প্রানের চঞ্চলতা।
উপলব্ধি করতে পারিনা হিংসার
নিষ্ঠুর সাহারা নিহিত বিবরে।
সন্ত্রাসবাদীর বারুদের স্তুুপ উপলব্ধি
করতে পারেনা স্বজন হারানোর শূন্যতা।