একদিকে মানুষের কাজের জগৎ
ক্ষুধা তৃষ্ণা বেঁচে থাকার
নিরন্তর লড়াই আর কষ্টেসৃষ্টে
প্রান ধারনের গ্লানি!

অন্যদিকে, কিছু মানুষ কৃত্রিমতা
লালসার অসংযমতা আত্মপ্রবঞ্চনার
অসহ্য কাহিনীর নিরন্তর পরিঘটনায় আবৃত।

একদিকে পরিবর্তিত সমাজ ব্যবস্থায়
অসহায় মানুষ যখন জীবন সংগ্রামের
ঘাত-প্রতিঘাতে অস্তির-উদ্বেল
সৃষ্টি আর ধ্বংসের লীলাচপলে আবদ্ধ!
প্রকৃতির কোলে জীবন মরণের
অনন্ত দোলার মধ্যে সংগ্রামশীল
অসহায় মানুষের দুর্গম পথ চলা।

অন্যদিকে, কিছু মানুষ স্থূল প্রয়োজনে
সঙ্কুচিত স্বার্থপরতায় মলিন!
অমানবিকতায় ক্ষুদ্র আর কৃত্রিমভাবে
নিজের প্রকৃতিকে অপ্রকৃতিস্থিত করছে।

একদিকে, ব্যর্থতার গ্লানিতে যে জীবন
নিয়ত পীড়িত,বিকৃত,অন্ধকারছন্ন আবহে
নিরন্তর আচ্ছন্ন,অথচ অন্য দিকে,
কালজয়ী মানুষের জাগ্রত চেতনা
পূর্ণতার দৃপ্তিতে এক অভ্রান্ত অভিজ্ঞান!
সেই অভিজ্ঞান!
যা শঙ্খের মধ্যে ঘুমিয়ে থাকা
সমুদ্রের গর্জন থেকে খুঁজে পাওয়া
অতীতের ঐশ্বর্যে সমৃদ্ধ ভবিষ্যতেরই পথনির্দেশ!
তাই,
ভীরুতা, ক্ষুদ্রতাকে দূরে সরিয়ে মানুষ
হয়ে উঠুক ত্রিবেনী তীর্থের অমৃতের পুত্র।