স্বাধীনতা!
তুমি মুক্তির অগ্রদূত জ্বলন্ত মশাল ।
তুমি দুর্গম পথের অভিযাত্রী
দুঃসাধ্যের সাধক।

স্বাধীনতা !
তুমি বহু শহিদের কত অশ্রুগাঁথা
তুমি প্রেম অহিংসা আর মৈত্রীর বানী।

স্বাধীনতা !
তুমি যুদ্ধক্ষত জীবনে
আমাদের উদ্দীপনা দিও।

স্বাধীনতা !
তুমি জাতীয়তা বোধের বীজমন্ত্র
তুমি কর্মক্ষম মনের দৃঢ়তা ।
তুমি সজীবতা দিও
আমার কল্পনার আলোক পুঞ্জয়।

স্বাধীনতা !
তুমি আমার অনেক মিষ্টি স্বপ্ন,
প্রাচুর্য্যতা দিও অনন্ত যৌবনের।

স্বাধীনতা !
আজকের এই রক্তাক্ত পরিধিতে
তুমিই শান্তির স্থিতি এই পৃথিবীর ।

স্বাধীনতা !
তুমি বিশাল প্রাচীরের সমাজের
অন্তরীণ প্রতিজ্ঞায়, তুমিই মনের দৃঢ়তা ।

স্বাধীনতা !
তুমি কুয়াশাচ্ছন্ন প্রভাতের আলোর দাবি
মুগ্ধতায়,শ্রাব্য সুললিত প্রতিধ্বনি ।

স্বাধীনতা !
তুমি শান্তি সততার সবুজ বিশ্বাস
রক্তের অনুভূতিতে এক জীবন্ত অনুভব ।

স্বাধীনতা !
তুমিই মোর অহংকারী অপরূপা জননী
তুমি যে রত্নর্গভা,বিশ্ব আদরিণী।