বিশ্বের অন্ধকারময় আবিলতায়
জ্বলন্ত দীপশলাকা-----নবজাগরণ ।

ঐশ্বর্য্য আর প্রার্চুয্যের কৃত্রিম অভিসারে,
নিয়ত নিষ্ঠুর ভাবনার অবসানে
সভ্যতার পঙ্কিল আবর্তনে,
গতিহীন, প্রাণহীন অবস্থানে,
যুগে যুগে দিকে দিকে, উদ্ভাসে----নবজাগরণ ।

গতিময় উজ্জ্বলতার নব রূপায়ন,
দুস্তর অসাম্যের গ্লানিকর
দারিদ্র্যের রুদ্র হুতাসনে,
শোষকের শোষনের নখের দংশনে
সমাজের কৃত্রিম অসংস্কৃতির স্থবির ভাবনায়
মানবিক আদর্শ দ্যেতনায়
নতুন প্রভাত সমাজ,মানুষ,
সভ্যতা আবাহনে-----
বারবার তোলে তুফান ঘটাতে.....নবজাগরণ ।

মোর অন্তর গহনে আলোক বর্তিকা--
আর,বিশ্ব বিপ্লবের অমূর্ত চেতনায়
এ মানব মনে বারবার তোলে
জাগরণ, নব-জাগরণের..!