কবির সৃষ্টি কবিতা !
ভাব ভাষা অনুভূতি
মিলন বিরহ বেদনা।
কবিতা ! কবির সজীব মনের কল্পনা।
কবির অপরূপ বর্ণনা
শ্রুতি মধুর ভাবের ,জীবন্ত প্রতিমূর্তি।
কবিতা কখনও যেন শ্যামের বাঁশী
সপ্তসুরে রূপ-লাবন্যে কখনও
যেন প্রস্ফুটিত লাল গোলাপ ।
কবি, তুমি তো মেঘদুত,তোমার
কবিতা আকাশের কালো মেঘ
নয়নের কাজল,বৃষ্টি বর্ষা বাদল।
কবিতা! কখনও,তুমি বিষাদ,তুমি অশ্রুজল,
তুমি ভক্তিরূপে মনের শান্তি
কখনও, তুমি রুদ্ররুপে মানবের সুপ্ত
মনে সঙ্গীতের ধ্বনি।
তুমি স্বদেশ প্রেমে আর চেতনায়
শোনাও মানবতার বানী।
কবি,তোমার কবিতা যে চিরযৌবনা..
প্রেমিক প্রেমিকার মাঝে
চির অমর।
কবিতা !
তুমি যে,কবির জীবন সমর!