ছোট্ট বেলায় স্বপ্নে দেখেছি
এক ফুটন্ত গোলাপ।
এ যে অপত্যস্নেহ ভরা
স্তনদুগ্ধে পুন্যতোয়া ধরলার বুক।
ছোট্ট বেলায় দেখেছি এক অপরাজিতাকে
খেলাঘরের সঙ্গী যেন এনেছিল
স্বয়ং মমতাজ।
আজ যৌবনের প্রত্যন্তে বিদায়ী সংবেদন....
যেন, দিয়ে গেল যৌবনের উত্তীর্ণ বয়স।
যে কোন ফুলের জন্মলগ্নে
রক্তিম সূর্য্যের উদয়কালে
নবজাতকের ক্রন্দন শুনি।
স্বপ্নে তাই দেখেছি,জন্মভূমির করুণ বিষাদ।