কবি!শতাব্দী পরেও
এই পূর্বজন্মের দেশে হয়তো
আমি হবো তোমার প্রতিবেশী।

তোমায় চিনে নেব ঠিক
কারণ জন্মান্তরের দীপ্তরশ্মির
বিচ্ছোরণ হবে কবিতায়,সঙ্গীতে।

তোমার মানস মিনার থেকে
তোমার নতুন গীতাঞ্জলীর
আঙিনায় দাঁড়িয়ে ভানুসিংহ
আমি বিভোর হয়ে শুনবো
তোমার নতুন লেখা পদাবলী।