পাপিয়া!
তুমি একবার তাকালেই
আমার মনের কথাগুলো
যেন,
এক অর্থবহ শব্দের ঝংকারে
কবিতা হয়ে ওঠে।
তোমার অনেক কথা বলতে চাওয়া
বেদনাভরা চোখ দুটো
অমাবস্যার গভীর রাতেই হোক
বা ভর দুপুরেই হোক
আমার মনের উঠণে একঝাক
অদৃশ্য জোনাকির মতন
যেন আলো জ্বেলে দেয়।
আসলে,এ মন বুঝে গেছে
কেউ একা থাকতে পারলেই
তাকে বাহবা দিতে জানতে হয়
কারণ, কারও উপর নির্ভর করে
চিরস্থায়ী একা বাঁচা যায় না।
পৃথিবীর সবকিছু পাওয়া হয়ে গেলেও
তোমাকে আর পাওয়া হবে না।
পৃথিবীর সবকিছু স্পর্শ করলেও
তোমাকে আর স্পর্শ করা যাবে না।
পৃথিবীর সবকিছুকে ভালোবাসলেও
তোমার ভালোবাসা আর পাওয়া হবে না।
অথবা,
পৃথিবীর সবকিছু আমাকে ভালোবাসলেও
তোমার ভালোবাসা আমার পাওয়া হবে না।