হে কবিগুরু, কবি শ্রেষ্ঠ
দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার
প্রতীক ! সুপ্তি মগ্ন জাতির
সৃষ্টি মুখর উল্লাসের গান।
মনুষ্যত্বের চির উন্নত শির
হে কবি ! তোমায় প্রণাম।
তুমি বিশ্বকবি! জীবনবোধের সাধনার
তপোবন, সৃষ্টি-প্রাচুর্যেভরা
কাব্যের "সোনার তরী"
প্রেম-প্রকৃতি-সৌন্দর্যের বাঁধনহারা
কবি ! তোমায় প্রণাম।
হে বিরল ব্যক্তিত্ব ! জাতীয় কণ্ঠে
গণ সঙ্গীত ! দেশ ও জাতির মহাতীর্থ
অফুরান ঐশ্বর্যের খনি
কবি ! তোমায় প্রণাম।
হে মানবতার সাধক
দুঃখী অবমানিতের পরম
হিতৈষী ! আধুনিক বিশ্বের
হে নব তীর্থভূমি
কবি ! তোমায় প্রণাম।
কবি, তুমি শুধু বহিরঙ্গ
রূপের প্রার্থী নও
তুমি ছিলে অন্তরঙ্গ স্বরূপের প্রত্যাশীও।
তোমার কাব্য সৃষ্টির প্রাচুর্যতায়
চিত্রকরের তুলি করে স্বপ্নময় ।
দার্শনিক খুঁজে পান
জীবনের অতলান্ত রহস্যময়তা,
আর সঙ্গীত সাধক করেন
সুরের মায়াজালে বাঙ্ময় ।
উনবিংশ শতাব্দীর উষার লগনে
হে একেশ্বর সূর্য !
হে তিমির-বিদারী জ্যােতির্ময় !
আলোর দিশারী, তুমিই দাও
স্বপ্নমদির কাব্য কূজন আর
স্বপ্নময় অমরাবতীর সন্ধান।
প্রয়াণ দিবসে স্মরি....
হে বিশ্ববন্দিত কবি !
মৃত্যুর মঞ্জরিতেও বিকশিত ! অমলিন,
সৃষ্টি সুখের উল্লাসে,কৃতজ্ঞতায়
লোহ মোর শতকোটি প্রণাম।