পাপিয়া! আমি এগিয়ে চলেছি
দুঃখের কলজেতে আশার শুভ্র
শব্দ লিখে লিখে।
এভাবেই হয়তো আমাদের মতন
মানুষেরা বেঁচে থাকে।
যেন, মন মন্দিরের সীমাহীন আনন্দের শিহরণ
তুলে জেগে উঠি আমরা
শিলাময় পাহাড়ে আরেকটি নীল পাহাড় হয়ে।
পাপিয়া ! আমাদের হৃদয়গুলোতে প্রত্যয়ের
সুরভিতে যেন অহীর ভৈরবির ঝংকারে
বেজে ওঠে.......
কোনো এক মলয় সমীরের গীতবিতান।
এ যেন,গোমড়া মেঘের ওপারে একটি মুক্ত আকাশ।
পাপিয়া ! হয়তো এভাবেই ,
বেঁচে থাকি আমরা ।
বেঁচে থাকে আমাদের মতন মানুষেরা
দুঃখের কলজেতে আশার শুভ্র
শব্দ লিখে লিখে...!