পাপিয়া!
বলেছিলে প্রথম আলাপের অনুভূতির কথা !
লিখে রেখেছিলাম ডাইরির পাতায় পাতায়।
আমিও তৃষিত উদ্ভাসিত মনে
জানিয়েছিলাম অভিনন্দন সেই ক্ষণে।

জানি,সদা ব্যস্ত তুমি তোমার অঙ্গনে,
কখনও সভাসমিতি,গানের আসরে
কখনও নাটকের রির্হাসালে, সংলাপে
নতুবা কোন নতুন পরিকল্পনার খোঁজে।

তথাপিও কি নিজের অবসরে খোঁজো
অপ্রয়োজনে কোন অঘোষিত প্রিয়জনের।
কখনও কি খোঁজ কোন গল্পের মাঝে
নতুবা কোন গানের কলির কথা ও সুরে
হৃদয়ে ঝংকৃত কোন উদ্ভাসিত অহংকারে।

জানিনা কখন এক থেকে নয় দশ এগারোতে
পৌঁছে গিয়েছি তোমার ক্রমিকের যোগফলে।
জানি,ধীরে ধীরে যখন পৌঁছে যাবে সংখ্যা একে
বিস্মৃতির অন্তরীপে হয়তো স্মৃতি ভাসবে !
মনের কোনো তৃষিত কোণে,
হয়তো বা রচিত হবে একটি পাতা
প্রথম আলাপের সেই অনুভূতির
আবারও প্রথম কথার কোন
নতুন কদম ফুলের ।